Logo
Logo
×

সারাদেশ

মুলাদীতে রান্নাঘরে ২৫ হাতবোমা বিস্ফোরণ

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ১০:৫২ পিএম

মুলাদীতে রান্নাঘরে ২৫ হাতবোমা বিস্ফোরণ

মুলাদীতে রান্নাঘরে গচ্ছিত হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার বিকালে উপজেলার বাটামারা ইউনিয়নের তয়কা গ্রামের মৃত গণি খানের ছেলে রহমতউল্লাহ খানের রান্নাঘরে ২০-২৫টি হাতবোমার বিস্ফোরণ হয়। মুহুর্মুহ বিস্ফোরণে তয়কা ও টুমচর গ্রামে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

জানা যায়, জাগরণী পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ৫০০ গজ পূর্ব দিকে তয়কা গ্রামের রহমতউল্লাহ খানের রান্নাঘরে পর পর বিস্ফোরণ হয়। মুহুর্মুহ বিস্ফোরণে আশপাশের বাড়িঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গরমে রহমতউল্লাহর গচ্ছিত হাতবোমার বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। ইতোপূর্বে আরও ৩ বার ওই বাড়িতে হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পুলিশ ব্যবস্থা না নেওয়ায় বারবার বিস্ফোরণের ঘটনা ঘটছে। 

পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, স্থানীয়রা রহমতউল্লাহ খানের বাড়িতে বিস্ফোরণের শব্দ পাওয়ার দাবি করায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে হাতবোমা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি। ওসি জাকারিয়া বলেন, বিস্ফোরণের আলামত না পেলে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম