বিশ্বনাথে রব হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৯:৩৬ পিএম
সিলেটের বিশ্বনাথ উপজেলায় কৃষক আব্দুর রব হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের বিশ্বনাথ থানার ২নং খাজাঞ্চী ইউনিয়নের তিলকপুর গ্রামের মৃত আবরু মিয়ার ছেলে আশিক মিয়া, তার ছেলে এমরান মিয়া ও কামরান মিয়া। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে কেবল আশিক মিয়া আদালতে উপস্থিত থাকলেও অপর আসামিরা পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, আসামিদের সঙ্গে একই এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে আব্দুর রউফ ওরফে আব্দুর রব ও তার সহোদর আব্দুল কুদ্দুসের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে আসামিরা লোকজন নিয়ে আব্দুর রব ও আব্দুল কুদ্দুসের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আবদুর রব ও আবদুল কুদ্দুস গুরুতর আহত হন। এর দুই দিন পর ২১ ফেব্রুয়ারি আব্দুর রব মারা যান। এ ঘটনায় আব্দুল কুদ্দুস বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা করেন।