Logo
Logo
×

সারাদেশ

টাকার বিনিময়ে ৫ দুর্বৃত্ত যুবলীগ নেতা মুরাদকে খুন করে

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ১০:৪৪ পিএম

টাকার বিনিময়ে ৫ দুর্বৃত্ত যুবলীগ নেতা মুরাদকে খুন করে

আধিপত্য বিস্তার, রাজনৈতিক কারণে যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে টাকার বিনিময়ে সন্ত্রাসীদের দিয়ে খুন করা হয়েছে। ৫ দুর্বৃত্ত মুরাদকে কুপিয়ে হত্যা করে। বৃহস্পতিবার বিকালে অভয়নগর থানার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মো. জাহিদুল ইসলাম সোহাগ জানান, যুবলীগ নেতা মুরাদ হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজের মাধ্যমে একজন ভ্যানচালককে দেখতে পাওয়া যায়। তাকে এতদিন পর খুঁজে পেয়ে মুরাদ হত্যাকাণ্ডের মূল রহস্য জানতে পারি। ৫ জন দুর্বৃত্ত একত্রিত হয়ে মুরাদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নওয়াপাড়া মডেল কলেজ রোড এলাকার মৃত মহাসিন কাজীর ছেলে মো. সাগর কাজী (৩০), ধোপাদি গ্রামের বাবু শেখের ছেলে মো. আল আমিন শেখ (২৫) এবং রানাভাটা সবুজবাগ এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে মো. রনি বেপারীকে (৩২) আটক করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার জানান, যুবলীগ নেতা মুরাদ হত্যাকাণ্ডে জড়িত থাকা ১১ জনের নাম আমাদের হাতে এসেছে। তদন্তের স্বার্থে তাদের নাম এ মুহূর্তে বলা যাচ্ছে না। আশা করা যাচ্ছে, অতি দ্রুত এ হত্যাকাণ্ডে জড়িতদের, হত্যাকাণ্ডে সহায়তাকারীদের এবং আর্থিক জোগানদাতাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম