নির্বাচনি সহিংসতায় যুবক খুন
সোনারগাঁয়ে গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য দুধঘাটা গ্রাম
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ১২:৩৫ এএম
সোনারগাঁয়ে ইউপি সদস্য উপ-নির্বাচনে সহিংসতায় হৃদয় ভূঁইয়া নামের এক যুবক খুনের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এতে গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রাম। বুধবার ঘটনার পঞ্চম দিনেও স্বাভাবিক হয়নি গ্রামের পরিবেশ।
জানা গেছে, গত শনিবার পিরোজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উপ-নির্বাচনে মোরগ প্রতীকে আব্দুল আজিজ সরকার ও তালা প্রতীকে কায়সার আহম্মেদ রাজু প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে ভোট গণনা নিয়ে রাজুর সমর্থকদের সঙ্গে নির্বাচন কর্মকর্তাদের ঝামেলা হয়। এক পর্যায়ে রাজুর সমর্থকরা ব্যালট বক্স ছিনিয়ে চেষ্টা করে। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের পালটা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ হয়। এ সময় ফাঁকা গুলি, রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে রাজুর সমর্থক দুধঘাটা গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে হৃদয় ভূঁইয়া ও কামাল ভূঁইয়ার ছেলে ওমর ফারুক গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পথে হৃদয়ের মৃত্যু হয়। এ ঘটনায় রোববার বিজয়ী ইউপি সদস্য আব্দুল আজিজ সরকারসহ ২১ জনকে আসামি করে থানায় মামলা করেন হৃদয়ের ভাই ইকবাল হোসেন। ওই মামলায় বিজয়ী ইউপি সদস্যের দুই সমর্থক শহিদুল ইসলাম সরকার ও হযরত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার পর থেকে গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে দুধঘাটা গ্রাম। ওসি এসএম কামরুজ্জামান বলেন, নির্বাচনি সহিংসতার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে।