জলদস্যুদের কবলে পড়া সাব্বিরের বাড়িতে স্বজনদের আহাজারি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০২:৩৫ পিএম
ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর গ্রামে সাব্বিরের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। তার জিম্মির খবর পেয়ে স্বজনরা বুক চাপড়িয়ে কাঁদছেন আর বিলাপ করছেন। একমাত্র বোন মিতু আক্তার ভাইয়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছেন।
ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে এমভি আবদুল্লাহ নামক পণ্যবহনকারী জাহাজের ২৩ নাবিকের মধ্যে রয়েছেন সাব্বির হোসেন। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাঙ্গা ধলাপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে। সহবতপুর উচ্চ বিদ্যালয় ২০১৪ সালে এসএসসি পাশ করেন।
টাঙ্গাইলের কাগমারি এমএম আলী কলেজ থেকে ২০১৬ সালে ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হন চট্টগ্রাম মেরিন একাডেমিতে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করে ২০২২ সালের জুন মাসে এমভি আবদুল্লাহ নামক পণ্যবহনকারী একটি জাহাজে মার্চেন্ট কর্মকর্তা হিসেবে চাকরি নেন।
আরও পড়ুন: ‘টাকা না দিলে আমাদের একে একে মেরে ফেলতে বলেছে’
সাব্বিরের বাবা মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে প্যারালাইজড হয়ে শয্যাসায়ী। সাব্বিরের চাকরি হওয়ার পর তার মা শয্যাসায়ী স্বামীকে নিয়ে সহবপুর তার বাবার বাড়ি বসবাস করেন। একমাত্র উপার্জনক্ষম সাব্বিরের কিছু হয়ে গেলে তাদের আর চলার উপায় থাকবে না।
সাব্বিরের বোন মিতু আক্তার বলেন, আমার ভাই গত সোমবার বিকালে ফেসবুকে আপলোড দিয়েছে যে বিষুবরেখা অতিক্রম করলাম। মাথা ন্যাড়া করে ছবি আপলোড করেছে। মঙ্গলবার সকাল থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। দুপুরে এমভি আবদুল্লাহ জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর পেয়ে সবাই আতঙ্কে দিন কাটাচ্ছি।