Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহ আ.লীগের সভাপতিসহ জামানত বাজেয়াপ্ত তিন মেয়র প্রার্থীর

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ১১:০১ পিএম

ময়মনসিংহ আ.লীগের সভাপতিসহ জামানত বাজেয়াপ্ত তিন মেয়র প্রার্থীর

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীর মধ্যে ঘোড়া প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমসহ তিনজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

মসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী জানান, শনিবার অনুষ্ঠিত নির্বাচনে যারা প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের কম পেয়েছেন- তাদেরই জামানত বাজেয়াপ্ত হবে। ফলে ঘোড়া প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, লাঙ্গল প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মন্ডল ও হরিণ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা রেজাউল হক খানের জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ভোট পড়েছে প্রায় ৫৬ দশমিক ৩০। মোট ভোট পড়েছে ১ লাখ ৮৯ হাজার ৪৩৯ ভোট। ১২৮টি ভোট কেন্দ্রের ফলাফলে ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট। এছাড়া ঘোড়া প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ১০ হাজার ৭৭৩ ভোট। অপর দুই প্রার্থী হরিণ প্রতীকের রেজাউল হক খান পেয়েছেন ১ হাজার ৪৮৭ ভোট ও লাঙ্গল প্রতীকের শহিদুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩২১ ভোট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম