Logo
Logo
×

সারাদেশ

শিবগঞ্জ পৌর উপনির্বাচনে মানিক মেয়র

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১১:১৯ পিএম

শিবগঞ্জ পৌর উপনির্বাচনে মানিক মেয়র

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক (নারিকেল গাছ) তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। শনিবার দিনভর ইভিএমে ভোটগ্রহণ শেষে বিকালে রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান ফলাফল ঘোষণা করেন।

তৌহিদুর রহমান মানিক পেয়েছেন ৮ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু (হ্যাঙ্গার) পেয়েছেন ৪ হাজার ৪১০ ভোট। অপর প্রার্থী হামদান মন্ডল (জগ) ১৭২ ও আবদুল খালেক (মোবাইল ফোন) ২১০ ভোট পেয়েছেন। মোট সংগৃহীত ভোটের এক অষ্টমাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় হামদান মন্ডল ও আবদুল খালেকের জামানত বাজেয়াপ্ত হবে।

ইভিএমে শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ১৯ হাজার ৪৭৩ জন। এর মধ্যে নারী ৯ হাজার ৮৪৩ জন ও পুরুষ ৯ হাজার ৬৩০ জন। ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রের ৫৫ কক্ষে ভোট গ্রহণ করা হয়। মোট ভোট পড়েছে ১২ হাজার ৯২৩। ভোটগ্রহণের হার ৬৬ দশমিক ৩৬ শতাংশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম