বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক (নারিকেল গাছ) তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। শনিবার দিনভর ইভিএমে ভোটগ্রহণ শেষে বিকালে রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান ফলাফল ঘোষণা করেন।
তৌহিদুর রহমান মানিক পেয়েছেন ৮ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু (হ্যাঙ্গার) পেয়েছেন ৪ হাজার ৪১০ ভোট। অপর প্রার্থী হামদান মন্ডল (জগ) ১৭২ ও আবদুল খালেক (মোবাইল ফোন) ২১০ ভোট পেয়েছেন। মোট সংগৃহীত ভোটের এক অষ্টমাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় হামদান মন্ডল ও আবদুল খালেকের জামানত বাজেয়াপ্ত হবে।
ইভিএমে শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ১৯ হাজার ৪৭৩ জন। এর মধ্যে নারী ৯ হাজার ৮৪৩ জন ও পুরুষ ৯ হাজার ৬৩০ জন। ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রের ৫৫ কক্ষে ভোট গ্রহণ করা হয়। মোট ভোট পড়েছে ১২ হাজার ৯২৩। ভোটগ্রহণের হার ৬৬ দশমিক ৩৬ শতাংশ।