অর্থ প্রতিমন্ত্রীর সংবর্ধনায় যায়নি আ.লীগ, যুবলীগ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১১:১৪ পিএম
কর্ণফুলী উপজেলায় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের গণসংবর্ধনা সভায় যাননি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব কমিটির নেতারা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারী হওয়ায় এ সংবর্ধনা সভায় যোগ দেননি বলে জানিয়েছে সূত্র।
নাগরিক সংবর্ধনা কমিটির উদ্যোগে শনিবার অর্থ প্রতিমন্ত্রীর গণসংবর্ধনাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি নাজিম উদ্দিন হায়দার ও সাধারণ সম্পাদক সেলিম হকসহ উল্লেখযোগ্য নেতাদের দেখা যায়নি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ।
তিনি জানান, তিনি ওই নেতাদের দাওয়াত দিয়েছিলেন। উপজেলা যুবলীগের সভাপতি নাজিম বলেন, ব্যক্তিগত কাজ থাকায় তিনি ও সাধারণ সম্পাদক তাতে যোগ দিতে পারেননি।
এদিকে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় আওয়ামী লীগের রাজনীতিতে অর্থ প্রতিমন্ত্রীর হাত ধরে নতুন মেরুকরণ শুরু হয়েছে। ওই মেরুকরণের নতুন পথে দীর্ঘ ১২ বছর ধরে পদবঞ্চিত ও অবহেলার শিকার নেতাকর্মী ও সাধারণ মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সকাল থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে অনুষ্ঠানে যোগ দেন লোকজন।
সূত্র জানায়, কর্ণফুলী উপজেলায় প্রায় ১২ বছর ধরে সাবেক ভূমিমন্ত্রী বর্তমান এমপি সাইফুজ্জামান তার প্রয়াত বাবার মৃত্যুর পর থেকে দায়িত্ব পালন করছেন। এ সময়ের মধ্যে তার কাছে গিয়ে অধিকাংশ সাধারণ মানুষ সরাসরি কথা বলতে বা সহযোগিতা পাননি। তাই তাদের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে।