Logo
Logo
×

সারাদেশ

২ প্রার্থীর ফলাফল সমান দৌলতপুরে ফের ভোটগ্রহণের সিদ্ধান্ত

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১১:১৩ পিএম

২ প্রার্থীর ফলাফল সমান দৌলতপুরে ফের ভোটগ্রহণের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় ফলাফল স্থগিত করা হয়েছে। দুই প্রার্থীর মধ্যে আবার ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ দুই প্রার্থী হলেন- আব্দুল মান্নান বিশ্বাস রানা। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১২৩ ভোট। অপরদিকে ফারুক আলম পান্না মোটরসাইকেল প্রতীকে একই সংখ্যক ভোট পেয়েছেন। নির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর অপর দুজনের মধ্যে জামিরুল ইসলাম বাবু আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৯১৩ এবং মেহেদী হাসান মাস্টার চশমা প্রতীকে পেয়েছেন ৬৩৬ ভোট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম