কটিয়াদীতে পাকুন্দিয়া পৌর যুবদল নেতার লাশ উদ্ধার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১০:৩৬ পিএম
![কটিয়াদীতে পাকুন্দিয়া পৌর যুবদল নেতার লাশ উদ্ধার](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/03/09/image-782910-1710002215.jpg)
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা মোড় সংলগ্ন ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে শনিবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে কটিয়াদী হাইওয়ে থানা পুলিশ। পরে সিআইডি ও পিবিআই প্রযুক্তি ব্যবহার করে লাশ শনাক্ত করে।
মৃত ব্যক্তি মাহতাব উদ্দিন ভূঁইয়া পাকুন্দিয়া পৌর সদরের মৃত সুলতান উদ্দিন ভূঞার ছেলে। তিনি পাকুন্দিয়া পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক। ভাগ্নে বদরুল আলম রাজন জানান, শুক্রবার রাতে পাকুন্দিয়া পৌর সদরের সৈয়দগাঁও এলাকায় আদুশাহ পাগলার ওরসের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তার মামা। সকালে কটিয়াদীতে আঞ্চলিক মহাসড়কের পাশে পড়েছিল।
কটিয়াদী হাইওয়ে থানার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শরীরের ক্ষত দেখে ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে।