Logo
Logo
×

সারাদেশ

‘জামাইর কোলে চইর‌্যা মুই ভোট দ্যাতে আইছিলাম কিন্তু দেতে পারি নাই’

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০৯:১০ পিএম

‘জামাইর কোলে চইর‌্যা মুই ভোট দ্যাতে আইছিলাম কিন্তু দেতে পারি নাই’

৭০ বছর বয়সি মনোয়ারা বেগম আমতলী পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি বলেন, ‘জামাইর কোলে চইর‌্যা মুই ভোট দ্যাতে আইছিলাম কিন্তু দেতে পারি নাই; মেশিনে সমস্যা অইছে হেইতে মোর ভোট নেয় নাই।’ 

প্যারালাইসিসের রোগী মনোয়ারাকে শনিবার আমতলী পৌরসভা নির্বাচনে ভোট দিতে নিয়ে যান মেয়ে জামাই কাওসার মিয়া। 

আমতলী একে সরকারি স্কুল কেন্দ্রে তিনি ভোট দিতে যান। কিন্তু কারিগরি ত্রুটির কারণে তিনি ভোট দিতে পারেননি। পরে তিনি আবার মেয়ে জামাইয়ের কোলে বাসায় ফিরে যান। 

মনোয়ারা আক্ষেপ করে বলেন, ‘স্যারেরা অনেকক্ষণ চেষ্টা হরছে কিন্তু অয় নাই। মেশিনে যেন কি সমস্যা অইছে। মোর মেশিনে ভোট দেওয়ার আশা পূরণ অইলো না। ’

কাওসার মিয়া বলেন, নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তারা অনেক চেষ্টা করেছেন কিন্তু মেশিনের জটিলতার কারণে ভোট দিতে পারেনি। 

আমতলী সরকারি একে স্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সায়েম মোহাম্মদ ফারাহ বলেন, কারিগরি জটিলতার কারণে মনোনয়ার বেগম ভোট দিতে পারেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম