Logo
Logo
×

সারাদেশ

আঙুলের ছাপ নিয়ে ভোগান্তি, ময়মনসিংহে ভোটগ্রহণে ধীরগতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১১:৪২ এএম

আঙুলের ছাপ নিয়ে ভোগান্তি, ময়মনসিংহে ভোটগ্রহণে ধীরগতি

আঙুলের ছাপ নিয়ে ভোগান্তি, ময়মনসিংহে ভোটগ্রহণে ধীরগতি

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চললেও ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ভোটারা। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙুলের ছাপ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন তারা। নগরীর বেশ কয়েকটি কেন্দ্রে এমনটাই অভিযোগ করেছেন ভোটারা। 

সকালে মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজে ভোট দিতে এসে ভোগান্তিতে পরেন ৭০ বছর বয়সি আয়েশা খাতুন। 

তিনি বলেন, সকালে ভোট দিয়ে এসে দেখি হাতের আঙুলের ছাপ কাজ করছে না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ভোট দিয়েছি।  আমার মতো আরও অনেকে এমন ভোগান্তিতে পড়েছেন। 

প্রিজাইডিং কর্মকর্তা  নুরুল হক বলেন, বেশ কয়েকজন বয়স্ক ভোটারের হাতের আঙুলের ছাপ কাজ করেনি। তবে ছবি মিলিয়ে আমরা তাদের ভোট দেওয়ার ব্যাবস্থা করেছি।
 
প্রিমিয়ার আইডিয়াল কেন্দ্রে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন মুক্তা রানী। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙুলের ছাপ না মেলায় তারা সমস্যায় পড়েন। এতে ভোটগ্রহণ হচ্ছে অনেকটা ধীর গতিতে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম