Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফুটপাত আংশিক দখলমুক্ত

Icon

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১১:০০ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফুটপাত আংশিক দখলমুক্ত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় ফুটপাত আংশিক অবৈধ দখলমুক্ত করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন। বুধবার সকাল থেকে উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে কেরানীহাট এলাকায় ফুটপাত দখল মুক্ত করা হয়। সকাল ১০টার দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে কেরানীহাট বাজার এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রায় তিন কিলোমিটার জায়গার মধ্যে ছোট-বড় অস্থায়ী ভাসমান দোকানপাটসহ প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা, দোকান ও বিলবোর্ড ইত্যাদি অপসারণ করা হয়। এছাড়া বিভিন্ন যানবাহনের অবৈধ স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়। 

উচ্ছেদের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চলমান থাকবে এবং কেরানীহাটকে দখলমুক্ত ও যানজট মুক্ত রাখার জন্য সব অংশীজনের সহযোগিতায় সব ধরনের পদেক্ষেপ নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম