Logo
Logo
×

সারাদেশ

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০৭:৫০ পিএম

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বিদ্যুতের দাম বৃদ্ধির গণবিরোধী তৎপরতা বন্ধ ও পেঁয়াজ, চালসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল জেলা গণসংহতি আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- বরিশাল জেলা কমিটির সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নিলু, নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, সম্পাদক মণ্ডলীর সদস্য ইয়াসমিন সুলতানা, ছাত্রনেতা রাইসুল ইসলাম সাকিব ও জয়নাল মিস্ত্রী প্রমুখ।

বক্তারা বলেন, লাফিয়ে নিত্যপণ্যের দাম বাড়লে তা নিয়ন্ত্রণে সরকারের তৎপরতা দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ নিত্যপণ্য কিনতে বাজারে গিয়ে প্রতিদিন বিপাকে পড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি তৎপরতা চলছে। বিদ্যুতের দাম বৃদ্ধি করা জনসাধারণ আরও চরম বিপদে পড়বে। তাই অবিলম্বে নিত্যপণ্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। পাশাপাশি বিদ্যুতের দাম বৃদ্ধির অপচেষ্টা বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম