Logo
Logo
×

সারাদেশ

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই স্কুলছাত্রের লাশ উদ্ধার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০৭:৪৪ পিএম

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই স্কুলছাত্রের লাশ উদ্ধার

গাইবান্ধায় ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসি ঘাটে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ৪ ঘণ্টার চেষ্টায় বুধবার বিকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই ছাত্রদের বাড়ি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়া ও থানাপাড়ায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা সালু বলেন, গাইবান্ধা শহরের আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছয়জন ছাত্র বুধবার দুপুরে বালাসি ঘাটে নদীর মাঝামাঝি গোসল করতে যায়। এ সময় চারজন নদী থেকে পাড়ে ফিরলেও দুজন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ নাহিদ নামের একজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর নিখোঁজ স্কুলছাত্র তন্ময়ের লাশের সন্ধান মেলে বিকাল সাড়ে ৩টার দিকে।

ফুলছড়ি ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার আব্দুল বারী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম