Logo
Logo
×

সারাদেশ

৬০ হাজার টাকা দিলেই মুজিব শতবর্ষের ঘর, ২ এনজিও কর্মীর কারাদণ্ড

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ১১:০১ পিএম

৬০ হাজার টাকা দিলেই মুজিব শতবর্ষের ঘর, ২ এনজিও কর্মীর কারাদণ্ড

লক্ষ্মীপুরে বঙ্গভূমি সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের নামে (এনজিও) দুই নারী ২৭০০ গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। 

এ অভিযোগে সুমাইয়া জান্নাত ও ফাতেমা বেগম নামে দুই নারীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা মুজিব শতবর্ষের ঘর পাইয়ে দেবে বলে কয়েকজনের কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত সুমাইয়া উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামের মো. আনোয়ারের ও ফাতেমা একই এলাকার মো. শামছুরের স্ত্রী। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, এনজিওর নাম করে ওই দুই নারী ২৭০০ গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া তারা মুজিব শতবর্ষের সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে ৬০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন। ভবানীগঞ্জ এলাকার কয়েকজন ভুক্তভোগী তাদের আটক করেন। খবর পেয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারা দায় স্বীকার করেছেন। তাদের এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম