Logo
Logo
×

সারাদেশ

নিবন্ধন ছাড়া গণমাধ্যম থাকতে পারবে না: নিজামুল হক

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৮:৫৬ পিএম

নিবন্ধন ছাড়া গণমাধ্যম থাকতে পারবে না: নিজামুল হক

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন- নিবন্ধন নেই এমন গণমাধ্যম থাকতে পারবে না। নিবন্ধিত গণমাধ্যমের জবাবদিহিতা থাকে। অনিবন্ধিত গণমাধ্যমে কোনো সরকারি বা বেসরকারি দফতরের কর্মকর্তাদের কোনো বক্তব্যও দেওয়া ঠিক হবে না। প্রকৃত সাংবাদিকদের তালিকা বা ডাটাবেজ তৈরিতে কাজ চলছে। এটা করা গেলেই অপসাংবাদিকতা বা হুলুদ সাংবাদিকতা রোধ করা সম্ভব হবে।

মঙ্গলবার ভোলা সার্কিট হাউসে অনুষ্ঠিত গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা রোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে যে উদ্দেশ্যে প্রেস কাউন্সিল সৃষ্টি করেন তার ইতিহাস তুলে ধরেন।

প্রেস কাউন্সিল এখন সময় উপযোগী কার্যক্রম হাতে নিয়েছে বলে জানান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। তিনি বলেন, কোন গণমাধ্যমে সাংবাদিকদের তালিকা রাখা হয় না। ফলে কে সাংবাদিক আর কে সাংবাদিক নন, তা যাচাই করা সম্ভব হয় না। এজন্য গণমাধ্যমকে তার প্রতিনিধির তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। এখন পর্যন্ত কেবল দৈনিক যুগান্তর তার প্রতিনিধিদের তালিকা জমা দিয়েছে।

তিনি বলেন, নিয়োগপ্রাপ্ত সাংবাদিক তিনি হবেন যিনি নিয়মিত পেশায় থাকবেন। বেতনভুক্ত হবেন। পত্রিকার বিজ্ঞাপনের কমিশন কোনো সাংবাদিকের বেতন নয়। এটিও মনে রাখতে হবে। সাংবাদিকের শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম স্নাতক পাশ।

ওই কর্মশালায় অপসাংবাদিকতা রোধে নানা তথ্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান। সাংবাদিকদের মধ্যে বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাব তুলে ধরেন দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ অপু, সাংবাদিক নজরুল হক অনু, প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক হোসাইন সাদী, একুশে টিভি প্রতিনিধি মেজবাহউদ্দিন শিপু, চ্যানেল-২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু।

পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক মো. মনিরুল ইসলাম, পবিত্র গীতা পাঠ করেন নাগরিক টিভি প্রতিনিধি মলয় চন্দ্র দে। অনুষ্ঠানের শুরুতে ভোলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সংগঠনের সহ-সভাপতি কামাল উদ্দিন সুলতান ও সম্পাদক অমিতাভ অপু ফুল দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম