ভোট গ্রহণে অনিয়ম হলে চাকরি থাকবে না: ইসি হাবিব
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)
প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ১১:০৬ পিএম
![ভোট গ্রহণে অনিয়ম হলে চাকরি থাকবে না: ইসি হাবিব](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/03/04/image-781170-1709572014.jpg)
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, আমতলী পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণে অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি থাকবে না। হুন্ডা, পান্ডা ও গুন্ডা রাস্তায় থাকবে না। শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এত সুষ্ঠুভাবে সম্পন্ন করলাম কিন্তু একটি পৌরসভার নির্বাচন সুষ্ঠু হবে না?
উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
আহসান হাবিব বলেন, সুষ্ঠুভাবে সব নির্বাচন করতে সক্ষম হয়েছি বলেই নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। কোনোক্রমেই ইভিএমে এ নির্বাচনি পরিবেশ বিঘ্নিত হবে না।
তিনি আরও বলেন, সাংবাদিকরা হলো বার্তা প্রচারের প্লাটফর্ম। এ প্লাটফর্মের মাধ্যমেই দেশ-বিদেশ জেলা ও উপজেলায় সর্বত্র এ বার্তা প্রচারিত হচ্ছে।
জেলা প্রশাসক শুভ্রা দাসের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন, জেলা পুলিশ সুপার আবদুস ছালাম, জেলা নির্বাচন অফিসার মো. আবদুল হাই আল হাদী ও ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন, সহকারী পুলিশ সুপার রুহুল আমিন ও আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু।