সোনারগাঁয়ে জাতীয় ছাত্রসমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ১০:৫৪ পিএম
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ-সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা বলেছেন, ছাত্ররা লেখাপড়ার পাশাপাশি সমাজের সব ভালো কাজে মনোনিবেশ করবে। ৬৯-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ছাত্ররা। শনিবার রাতে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা জাতীয় ছাত্রসমাজের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সোনারগাঁ উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক অভি মাহমুদ আকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নাহিয়ান রহমতউল্লার পরিচানায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ-সদস্য লিয়াকত হোসেন খোকা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় ছাত্রসমাজের যুগ্ম-আহ্বায়ক মো. সাকিব, মো. সাজ্জাদুল ইসলাম, মো. ইসরাফিল রশীদ শান্ত, মো. রাজু মিয়া, মো. নাজুমল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান, হাজী মুক্তার হোসেন, মো. শহীদ, জাতীয় যুবসংহতি নেতা মাইনুল ইসলাম মামুন, আরিফুর রহমান, সবুজ, রাজীব, আপনসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।