মাধবদীতে নারী উদ্যোক্তাদের উন্নয়নে কমিটি গঠন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৭:৩৮ পিএম
নারী উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে নরসিংদীর মাধবদীতে নারী উদ্যোক্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি মাধবদী পৌরসভার অফিসে এই কমিটি গঠন করা হয়।
মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক উদ্যোগী হয়ে এই কমিটি গঠন করেন।
কমিটিতে সভাপতি হয়েছেন ফারজানা তাবাচ্ছুম শাম্মী। সহ-সভাপতি হয়েছেন রনি আক্তার ও সারাবান তাহুরা।
কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন অনিতা শেখ। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন সুবর্না বন্যা ও হাসনা হেনা।
প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন রাহিমা ইতি। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন সোনিয়া আফরিন ও মাসুমা শিপন।
কমিটির সভাপতি ফারজানা তাবাচ্ছুম শাম্মী বলেন, নারীদের সাবলম্বী করাই হচ্ছে এই কমিটির প্রধান উদ্দেশ্য। নারীরা যেন দেশ ও দেশের বাইরে তাদের পণ্য তুলে ধরতে পারে, আত্মনির্ভরশীল হতে পারে। আমি চাই, মাধবদীর নারীরা নিজের নামেই পরিচিত হোক।
তিনি বলেন, শুধু মাধবদী নয়, নরসিংদী জেলার নারীদের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা থাকবে এই কমিটির পক্ষ থেকে।এ লক্ষ্যে প্রতিমাসে কমিটি থেকে দুটি মেলা আয়োজন করা হবে।
আগামীকাল (৩ মার্চ) নারী উদ্যোক্তাদের জন্য প্রথম মেলার আয়োজন হচ্ছে।সেটি পরিচালনা ও সার্বিক সহযোগিতায় রয়েছে মাধবদী পৌরসভা।