সেনবাগ থানায় আবদুল্লা আল নোমান নামে এক তরুণকে পেটানোর অভিযোগে উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সিকদারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম। ভুক্তভোগী আবদুল্লাহ আল নোমান উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর কাদরা মজুমদার বাড়ির বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার আবদুল্লা আল নোমানের ভাই শাহাদাত হোসেনকে বাড়ির পাশ থেকে বিনা কারণে তুলে নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে বড় ভাইয়ের খোঁজ নিতে থানায় গিয়ে ভাইকে আটকের কারণ জানতে চাইলে এসআই সঞ্জয় সিকদারের সঙ্গে নোমানের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে নোমানকে থানার একটি কক্ষে নিয়ে বেধড়ক মারধর করেন ওই এসআই। অভিযুক্ত এসআই সঞ্জয় সিকদার জানান, শাহাদাত হোসেনকে গাঁজাসহ আটক করা হয়েছে। তাকে থানায় আনার পর তার আত্মীয়স্বজনের সঙ্গে সামান্য ঝামেলা হয়েছে। নোমান নামে কাউকে তিনি চেনেন না। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম বলেন, থানায় তরুণকে পেটানোর অভিযোগে এসআই সঞ্জয় সিকদারকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। অভিযোগের তদন্তে কমিটি করা হয়েছে।