Logo
Logo
×

সারাদেশ

কুকুরে কামড়ানো নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ১০:৪০ পিএম

কুকুরে কামড়ানো নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

নগরকান্দায় কুকুরের কামড়ে আহত হওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বসতঘর-দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় দুপক্ষই নগরকান্দা থানায় মামলা করেছে। পুলিশ এ পর্যন্ত পাঁচজনকে আটক করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা গ্রাম ও ডাঙ্গী বাজার এলাকায় সংঘর্ষ, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালামের সঙ্গে সৌদি আরবের দাম্মাম শহরের হাপার আল বাতেন শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মুরাদ শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মুরাদ শেখের সমর্থক ডাঙ্গী নগরকান্দা গ্রামের পান্নু মাতুব্বরের ছেলে রনি মাতুব্বরকে কাজী আবুল কালামের সমর্থক ডাঙ্গী নগরকান্দা গ্রামের বিল্লাল মাতুব্বরের ছেলে নাজমুল মাতুব্বরের পোশা কুকুরে কামড় দিয়ে আহত করে। এ ঘটনাকে কেন্দ্র করে সকালে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। বৃহস্পতিবার বিকালে মুরাদ শেখের সমর্থক কামাল হোসেন রাজিব ও তার লোকজন মাঠে খেলতে গেলে কাজী আবুল কালামের সমর্থক হাসান মাতুব্বর (ডাঙ্গী ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য) ও তার লোকজন হামলা চালায়। এ ঘটনায় মুহূর্তের মধ্যে ডাঙ্গী নগরকান্দা গ্রাম ও ডাঙ্গী বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপক্ষের লোকজন ইট-পাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে পালটাপালটি ধাওয়া ও  সংঘর্ষের সময় বেশ কয়েকটি বসতঘর-দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন কমপক্ষে ১৫ জন। আহতদের মধ্যে জুলহাস মুন্সি, ফজলুল হক মাতব্বর, সমরান মৃধা, রইচ শেখ, রমজান মৃধা, সিদ্দিকুর রহমান, ওহাব মোল্লা, চুন্নু মোল্লাসহ কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরকান্দা থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুপক্ষই মামলা করেছে। এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম