Logo
Logo
×

সারাদেশ

আড়াইহাজারে ১৬ বাড়িতে তাণ্ডব

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৮ পিএম

আড়াইহাজারে ১৬ বাড়িতে তাণ্ডব

আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে একপক্ষ অপরপক্ষের ওপর এই আক্রমণ চালিয়েছে বলে গ্রামবাসী জানিয়েছেন। হামলায় স্থানীয় নারী ইউপি মেম্বারের বাড়িসহ কমপক্ষে ১৬টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ সময় টেঁটাবিদ্ধসহ আহত হয়ছেন কমপক্ষে আটজন।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, এলাকার আধিপত্য নিয়ে বাহেরচর গ্রামের শাহআলম ও জুলহাস মেম্বারের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা তোফাজ্জলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে এর আগেও একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে শাহআলম ও খাগকান্দা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জুলহাসের নেতৃত্বে শত শত লোক দেশীয় অস্ত্র, রামদা, টেঁটা-বল্লম নিয়ে আওয়ামী লীগ নেতা তোফাজ্জলের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য আফরোজার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এতে নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পাশের জঙ্গলে আশ্রয় নেয়। হামলাকারীরা ১৬টি ভাড়ি ভাঙচুর করে লুটপাট চালায়। হামলায় টেঁটাবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মাঝে আখিনুর ও হিরাকে আড়াইহাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার শিকার তোফাজ্জল ও নারী ইউপি সদস্য আফরোজা  বলেন, এই রকম হামলার ঘটনা নজিরবিহীন। অভিযুক্ত জুলহাস মেম্বারকে তার মুঠোফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া গেছে। আড়াইহাজার থানার এসআই রহিম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এর আগেই ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতরা কোনো অবস্থায়ই পার পাবে না।  এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম