জেলের জালে ধরা পড়ল ১৫ কেজির কোরাল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৯ পিএম
![জেলের জালে ধরা পড়ল ১৫ কেজির কোরাল](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/02/24/image-778128-1708796381.jpg)
কমলনগরে ১৫ কেজি ওজনের একটি কোরাল মাছের দাম ২১ হাজার টাকা উঠেছে। শনিবার ভোররাতে উপজেলার বাত্তিরখাল মাছঘাট এলাকার জেলে আওলাদ মাঝির জালে ধরা পড়ে মাছটি।
পরে মাছটি ঘাট এলাকার আজিজ মাঝির গদিতে বিক্রির জন্য নিলামে উঠানো হয়। এ সময় দর হাঁকানোর প্রতিযোগিতায় সর্বোচ্চ ২১ হাজার টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী সোহাগ।
সোহাগ জানান, মাছটি বিশেষ ব্যবস্থায় চাঁদপুরের মৎস্য আড়তে চালান করেন তিনি। সেখানে মাছটি ২৪ হাজার টাকায় বিক্রয় করেন।