Logo
Logo
×

সারাদেশ

পার্বতীপুর-রংপুর রেলপথে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৫ পিএম

পার্বতীপুর-রংপুর রেলপথে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

পার্বতীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথে পার্বতীপুর স্টেশন অদূরে গুলপাড়া এলাকায় এ লাইনচ্যুতের ঘটনাটি ঘটে। এতে রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগিটি লাইনে তোলার কাজ শুরু করে। দীর্ঘ সময় পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, চট্টগ্রাম থেকে গমভর্তি ৩১টি বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি (১০০৩২৬) লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে একটি টুল ভ্যান এসে গাড়ি উদ্ধারকাজ শুরু করে।

ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রেনের গতি কমে গেলে লাইনচ্যুতের বিষয়টি নজরে আসে। তবে, ঘটনাস্থলের লাইন গোলাই (অর্ধ চাঁদ আকৃতির) হওয়ায় এবং লাইনের স্লিপার পরিবর্তনের কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটে।

পার্বতীপুর রেলওয়ে স্টেশনমাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু হয়।  প্রায় ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও বলেন, এত বেশি সময় লেগে যাওয়ার কারণ হলো ট্রেনটি পরপর দুবার পড়ে যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম