Logo
Logo
×

সারাদেশ

ডামুড্যায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 

Icon

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৫ পিএম

ডামুড্যায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 

ডামুড্যায় লামিসা জামান নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ করেছে পুলিশ। মৃত্যুর আগে ফেসবুকে ‘বলার ছিল অনেক কিছু, বলা হলো না কিছু’ এমন পোস্ট দিয়েছিল লামিসা।

লামিসা পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ডামুড্যা এলাকার ইতালি প্রবাসী মনিরুজ্জামান বিপ্লব বেপারির মেয়ে।

জানা যায়, লামিসা এ বছর সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ে মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। শুক্রবার বিকালে লামিসার রুমের দরজা অনেকক্ষণ ধরে বন্ধ থাকায় তার খালা চিৎকার করলে প্রতিবেশীরা দরজা ভেঙে লামিসাকে ভেন্টিলেটারের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জাহান তাকে মৃত ঘোষণা করেন। ওসি এমারত হোসেন বলেন, লাশ থানায় আনা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম