Logo
Logo
×

সারাদেশ

দোয়ারাবাজারে শহিদ মিনারে জুতা পায়ে শিক্ষকদের ফটোসেশন

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ পিএম

দোয়ারাবাজারে শহিদ মিনারে জুতা পায়ে শিক্ষকদের ফটোসেশন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পায়ে শহিদ মিনারের বেদিতে ওঠে ফটোসেশন করায় সমালোচনার ঝড় বইছে ফেসবুকজুড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে  ভাইরাল হওয়া ছবিতে প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী শিক্ষিকা রাশিদা বেগম, খোদেজা বেগম, শাহানা আক্তার ও রহিমা খাতুন। তারা সবাই উপজেলার বোগলা ইউনিয়নের ইদুকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। 

জানা গেছে, বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়ে উপরোক্ত শিক্ষক-শিক্ষিকরা জুতা পায়ে শহিদ মিনারের বেদিতে উঠে ফটোসেশন করেন। পরে আপলোড হওয়া ওই ছবিটি ফেসবুকে ভাইরাল হওয়ায় বিষয়টি টক অব দোয়ারাবাজার হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া অবমাননাকর ওই বিষয়টির বিহিত ব্যবস্থার দাবি জানিয়ে বিরূপ মন্তব্য করেছেন অনেকেই।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা বলেন, বিষয়টি শুনেছি, তদন্ত সাপেক্ষে দোষী শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম