যশোরে জমি নিয়ে বিরোধের জের ধরে কাজী নাইমুর রহমান হিমেল (৪২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে দেয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত কাজী নাইমুর রহমান হিমেল যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
হিমেলের পরিবারের অভিযোগ, যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের শম্ভুনাথ মল্লিকের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। দীর্ঘদিন ধরে শম্ভুনাথ ও তার ছেলেরা তাদের জমি দখলের চেষ্টা করে আসছে। বুধবার দুপুরে শম্ভুনাথ ও তার ছেলে বিপ্লব জমি নিয়ে হিমেলের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাকে মারপিট করলে হিমেল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। এ সময় হামলাকারীরা গ্রামে প্রচার করে হিমেলের স্ট্রোকে মৃত্যু হয়েছে।
হিমেলের শ্যালক মাসুদুর রহমান অভিযোগ করেন, শম্ভুনাথের ছেলে বিপ্লব হিমেলের বুকে দুটি ঘুষি মারলে হিমেল পড়ে যায়। পরে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে জানা গেছে— জমি নিয়ে বিরোধে মারামারির মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তবে নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।