Logo
Logo
×

সারাদেশ

মাহফিলের চাল উঠানো নিয়ে তর্ক

আগৈলঝাড়ায় যুবককে কুপিয়ে জখম

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০০ এএম

আগৈলঝাড়ায় যুবককে কুপিয়ে জখম

আগৈলঝাড়ায় মাহফিলের চাল উঠানো নিয়ে বাকবতিণ্ডার জেরে তসলিম কাজী নামে এক যুবকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত যুবককে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানার মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামে কাজী মহল্লা বাইতুন নুর জামে মসজিদ মাঠে প্রতি বছরের ন্যায় এ বছর ২২ ফেব্রুয়ারি ওয়াজ মাহফিলের আয়োজনের জন্য প্রতি পরিবার থেকে চাল উঠানো হয়। এই চাল উঠানো নিয়ে স্থানীয় তসলিম কাজী ও কাজল কাজীর মধ্যে মঙ্গলবার রাতে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় কাজলের নেতৃত্বে ৫-৬ জনের দল ধারালো অস্ত্র নিয়ে তসলিম কাজীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। হামলার সময় তসলিমকে বাচাতে এগিয়ে এলে তার চাচাতো ভাই কাজি রাফিজ, চাচি বিথী বেগমও তাদের হামলায় আহত হয়। গুরুতর আহত তসলিম কাজীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তসলিম কাজীর ছেলে থানায় মামলা করেছে। ওসি (তদন্ত) জহিরুল ইসলাম জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা দায়ের পরে আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম