ডাসারে মায়ের খুন্তির ছ্যাঁকায় ঝলসে গেল ছাত্রী
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৯ পিএম
ডাসারে সৎ মায়ের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে বিথী আক্তার নামে এক ছাত্রী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গরম খুন্তির ছ্যাঁকায় ওই ছাত্রীর হাত, মুখ ও গাল পুড়ে ঝলসে গেছে।
জানা যায়, উপজেলার আইসার গ্রামের মোল্লা বাড়ির দেলোয়ার মোল্লার প্রথম স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় এক যুগ আগে মার যায়। মারা যাওয়া ওই প্রথম স্ত্রী তার সংসারে তিন পুত্রসন্তান ও দুই মেয়ে রেখে যান। দেলোয়ার মোল্লা তার সংসার দেখভাল ও সন্তানদের লালন-পালনের জন্য দ্বিতীয় বিয়ে করেন বরিশালের গৌরনদী ধানডোবা গ্রামের স্নেহআরা বেগমকে। তিনি ছোট মেয়ে বিথীসহ বাকি সন্তানদের লালন-পালনের দায়িত্ব নেন। এরপর থেকে সৎ মা স্নেহআরা বেগম প্রায়ই বীথির সঙ্গে খারাপ আচরণ করতেন। এর আগেও একাধিকবার নির্যাতনের শিকায় হতে হয় বীথিসহ তার ভাইদের। এবার পারিবারিক ছুতো ধরে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে বিথীর মুখের একাধিক স্থান ও হাত ঝলসে দিয়েছেন সৎ মা স্নেহআরা। এ ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টা চালাচ্ছে বিথীর সৎ মা ও বাবা মিলে। এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত স্নেহআরা বেগমকে বাড়িতে পাওয়া যায়নি।
ওসি এসএম শফিকুল বলেন, পরিবারের কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ নিয়ে আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।