Logo
Logo
×

সারাদেশ

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ইনস্টিটিউট প্রতিষ্ঠার

৩৩ বছর পর নির্মিত হলো শহিদ মিনার

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩২ পিএম

৩৩ বছর পর নির্মিত হলো শহিদ মিনার

কলেজ প্রতিষ্ঠার ৩৩ বছর পর গড়ে উঠছে শহিদ মিনার। আর এই কলেজটি হচ্ছে পঞ্চগড় শহরের ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট। বর্ণাঢ্য প্রভাতফেরি শেষে ইনস্টিটিউট প্রাঙ্গণেনির্মাণধীন শহিদ মিনারের বেদিতে প্রথমবারের মতো পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।

ব্যারিস্টার মুহম্মদ জমিরউদ্দিন সরকার ১৯৯০ সালে তার দানকৃত জমিতে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে দুটি শাখা রয়েছে। কলেজ শাখায় উচ্চমাধ্যমিক ও ডিগ্রি এবং স্কুল শাখায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ১২০০ শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠানটির বয়স প্রায় ৩৩ বছর পেরিয়ে গেলেও ইতঃপূর্বে কোনো শহিদ মিনার স্থাপিত হয়নি। সংসদ-সদস্য নাঈমজ্জামান ভুইয়া মুক্তা ২৫ জানুয়ারি কলেজে গিয়ে শহিদ মিনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম