আগৈলঝাড়ায় কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২২ পিএম
বরিশালের আগৈলঝাড়ায় এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।
দরিদ্র হওয়ায় ওই কিশোরীর পরিবার মামলা করতে সাহস পাচ্ছে না। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের উত্তর সোমাইপাড় গ্রামের দরিদ্র মেয়েকে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে একা পেয়ে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটায় একই এলাকার জগদীশ ওরফে কেতু শীলের ছেলে সমীর শীল। ওই কিশোরী চিকিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এলে সমীর শীল পালিয়ে যায়।
এ নিয়ে এলাকায় তোলপার শুরু হলে ওই কিশোরী বাড়ি থেকে আÍগোপন রয়েছেন। অভিযুক্ত সমীর শীলও বাড়ি থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মুহাম্মাদ জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শ্লীলতাহানির ঘটনার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।