Logo
Logo
×

সারাদেশ

বেনাপোলে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০১ পিএম

বেনাপোলে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষার টানে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা বসে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে। বুধবার সকালে এই মেলার আয়োজন করা হয়। বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহিদ বেদিতে সকাল সাড়ে ১০টায় ভারত ও বাংলাদেশের ভাষাপ্রেমী শতশত মানুষ যৌথভাবে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

দুদেশের পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ নারায়ণ গোস্বামী ও যশোর-১ আসনের সংসদ-সদস্য শেখ আফিল উদ্দিন। 
ভারতের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এমএলএ নারায়ণ গোস্বামী, বীনা মণ্ডল, সভাপতি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ, সাবেক এমপি মমতা ঠাকুর, শ্রীমতি ইলাবাচ্চী, সভাপতি গাইঘাটা পঞ্চায়েত সমিতি, সুরজীত বিশ্বাস, সাবেক বিধায়ক বিশ্বজিত দাস, হাবড়া পৌর মেয়র নারায়ণ সাহা। 

বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানান, এমপি শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিন, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত, ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বিশ্বাস, শার্শা থানার ওসি মনিরুজ্জামান, শার্শা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কামান্ডার মোজাফ্ফর হোসেন, বিজিবির আইসিপি ক্যাম্পের কামান্ডার মিজানুর রহমান, যুবলীগের সভাপতি অহেদুজ্জামান অহিদ এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেন।

এছাড়াও সর্বস্তরের জনগণ এতে অংশ নেন। পরে দুই দেশের জনগণের জন্য উভয় দেশ থেকে মিষ্টি পাঠানো হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম