জাতীয় শিক্ষা পদকে গৌরীপুরে সেরা দুই স্বজন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৪ পিএম
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সোমবার গৌরীপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহবুব হাসান।
শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত কাবিং প্রতিযোগিতায় স্বজন তাহমিন ইসলাম আদিব ও স্বজন রিফাহ তাসনিয়া তরী উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে। আদিব গৌরীপুর মহিলা কলেজ স্বজন সমাবেশের সাবেক সম্পাদক ইসরাত জাহান ও মো. তানভীর আল ইসলাম দম্পতির পুত্র। সে গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। এছাড়াও সে উপজেলা পর্যায়ে কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান কুইজ ও পল্লীগীতিতে প্রথম স্থান এবং উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন করে।
তরী যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন ও প্রতিভা মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোমায়রা শাহরিন তুলি দম্পতির কন্যা। সে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কমিটির সদস্য মো. আব্দুল কাদির, সাংবাদিক মো. রইছ উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হাদিউল ইসলাম, মো. আবু রায়হান।