Logo
Logo
×

সারাদেশ

ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৬ পিএম

ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০

চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার রূপসা উত্তর, রূপসা দক্ষিণ এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতের মধ্যে ১৫ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, রূপসা দক্ষিণ ইউনিয়নের রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা, বদরপুর, রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী, গৃদকালিন্দিয়া বাজার এলাকায়, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে চর রামপুর ও হর্ণি দুর্গাপুর গ্রামে মঙ্গলবার সকাল থেকে কুকুরের কামড়ের শিকার হন লোকজন।

এর মধ্যে জখম অবস্থায় গৃদকালিন্দিয়ার তাসলিমা (১৬), আনিকা (৩০), লোকমান (৭০), নুরুল ইসলাম (৭০), দক্ষিণ বদরপুরের রাহাত (২০), চর রামপুরের রুহুল আমিন (৭০), চরমান্দারীর তাহমিনা (২১), তাসলিমা (২০), আ. সাত্তার (৬৫), বারপাইকা গ্রামের রেখা (৪০), বদরপুর গ্রামের খাদিজা (৩৩), হর্ণি দুর্গাপুর গ্রামের রৌশন আরা (৬০), ফারিহা (৩) ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।

বারপাইকা এলাকার লোকজন জানান, মঙ্গলবার সকাল থেকেই কুকুরের কামড়ের খবরে আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি। অন্তত ২০ জনের বেশি লোক কুকুরের কামড়ের শিকার হয়েছেন বলে শুনেছি। স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে এ সময় অভিভাবকদের ছোটাছুটি করতে দেখা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন জানান, হঠাৎ করেই মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কুকুরের কামড়ে আহত রোগী আসা শুরু হয়। ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ১৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করেছে।

রূপসা দক্ষিণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন খান জানান, মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে লোকজন আহত হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম