Logo
Logo
×

সারাদেশ

পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে সিলেটে মামলা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৩ পিএম

পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে সিলেটে মামলা

ইউটিউবার পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে সিলেটে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রোববার মামলাটি করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা সহ-সভাপতি, সিলেট মহানগরের কুয়ারপার বাসিন্দা আব্দুর রহমান। সাইবার নিরাপত্তা আইন মামলাটি দায়ের করা হয়।

সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও এডিট করে ব্যঙ্গাত্মকভাবে নানা কটূক্তিমূলক উপাখ্যান দিয়ে ফেসবুকে প্রচার ও ভাইরাল করার প্রতিবাদে এবং আইনি প্রতিকার দাবিতে এ মামলা করা হয়।

পিনাকী ভট্টাচার্য ছাড়াও মামলার অন্যান্য আসামিরা হচ্ছেন ফেসবুকার নাজমুল ইসলাম, শাহরিয়ার হোসেন সাকিব (এসএইচ), ফেসবুক পেজ ‘ফাইট ফর ডেমোক্রেসি’র এডমিন শাকিল আহমেদ, ফেসবুকার হাসান মিয়া (হাসান), আব্দুল হাদী ও রেজাউল করিম।

ট্রাইব্যুনাল’র বিচারক (জেলা জজ) মো. মনির কামাল মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সিআইডি জোন সিলেটকে নির্দেশ দেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম