বালু উত্তোলন, ভূমি কর্মকর্তার মামলার প্রধান আসামি মৃত ব্যক্তি!
সুজানগর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৮ পিএম
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সম্প্রতি মামলা করেছেন পাবনার সুজানগর পৌর ভ‚মি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) বাবুল আক্তার। মামলায় প্রধান আসামি করা হয় ২০১৬ সালের ৪ এপ্রিল মারা যাওয়া ব্যক্তি কাদের মণ্ডলকে। কাদের পৌর এলাকার চরভবানীপুর এলাকার বাসিন্দা। এছাড়া এতে ৮৭ বছরের বৃদ্ধ অসুস্থ কাদেরের বড় ভাই শুকুর মণ্ডলকে দুই নম্বর আসামি করা হয়। ৪নং আসামি করা হয় শুকুর মণ্ডলের ছেলে আব্দুর রাজ্জাক মণ্ডলকে।
এজাহার সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি ভবানীপুর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৩ জনের নাম উলেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে ওই মামলা করা হয়।
মৃত কাদেরের ভাই শাহজাহান মণ্ডল বলেন, আট বছর আগে ভাই মারা গেছেন। এর মধ্যেই হঠাৎ শুনি ভাইকে বালু উত্তোলনের দায়ে মামলার আসামি করা হয়েছে। একজন মৃত মানুষ কীভাবে বালু উত্তোলন করতে পারে?
মামলার প্রধান সাক্ষী ইকবাল সরদার বলেন, মামলার বিষয়ে কিছুই জানি না।
ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) বাবুল আক্তার রোববার বলেন, ওই এলাকার মানুষের কাছ থেকে শুনে মামলা করেছি। পরে মামলা সংশোধন করতে থানায় আবেদন করেছি।
সুজানগর থানার ওসি জালাল উদ্দিন বলেন, কেউ যদি মৃত বা অসুস্থ থাকে তাহলে তদন্ত সাপেক্ষে বাদ দেওয়া হবে।