ঘুমধুম সীমান্ত শান্ত হলেও আতঙ্ক কাটেনি
বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫০ পিএম
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কিছুদিন ধরে উত্তপ্ত থাকা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এখন শান্ত। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো চাপা আতঙ্ক বিরাজ করছে। তাদের আশঙ্কা, সীমান্তের ওপারে আবারও বিমান হামলা, গোলাগুলি-বিস্ফোরণ হতে পারে।
শনিবার দিনভর ঘুমধুম, তুমব্রু, ফুলতলি, আছাড়তলি এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বললে তারা এই আশঙ্কার কথা জানান।
বাসিন্দারা জানান, যারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে কাছে-দূরের আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তাদের অনেকে এখনো ফিরতে ভয় পাচ্ছেন।
স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো জানান, ক্যাম্প পুনর্দখল কিংবা আরাকান আর্মির ওপর আক্রমণ করার জন্য স্থলপথে এখানে আসার সুযোগ নেই মিয়ানমারের সেনাবাহিনীর। তারা একমাত্র বিমান হামলা চালাতে পারে। সেই কারণে বিমান হামলার আতঙ্ক পেয়ে বসছে স্থানীয়দের মধ্যে।
বাজারপাড়ার বাসিন্দা নুর আহমেদ বলেন, এখন সবাই ভয় পাচ্ছে, দখল হওয়া ক্যাম্পগুলো পুনর্দখল করার জন্য মিয়ানমার সেনারা কখন কী করে বসে।