যে কারণে এএসআই সন্তোষ কুমার ক্লোজড
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২০ পিএম
![যে কারণে এএসআই সন্তোষ কুমার ক্লোজড](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/02/17/image-775443-1708179644.jpg)
শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ থানার এএসআই সন্তোষ কুমারকে প্রত্যাহার করে (ক্লোজড) পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডলের এক আদেশে তাকে ক্লোজড করা হয়।
এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাদক উদ্ধারের নামে শরীর তল্লাশি করে শ্লীলতাহানির অভিযোগ তোলেন গুড়পিপুল যশাইপাড়ার এক গৃহবধূ। পরে বিষয়টি পুলিশ সুপারের নজরে আসলে তিনি সংশ্লিষ্ট থানার অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম জানান, শুক্রবার রাতে এক আদেশে পুলিশ সুপার ওই এএসআইকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করেছেন। আর গৃহবধূর শ্লীলতাহানির বিষয়টি তদন্ত করছেন সংশ্লিষ্ট থানার অতিরিক্ত পুলিশ সুপার। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।