Logo
Logo
×

সারাদেশ

দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৬ এএম

দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা

টাঙ্গাইলের কালিহাতীতে দৃষ্টি প্রতিবন্ধীদের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা চামুরিয়া গ্রামবাসী এ খেলার আয়োজন করে।

এ সময় হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে খেলার মাঠ। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন এলাকার নারী-পুরুষ দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলায় মেতে উঠেন।

দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন এলাকার হাজার হাজার নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেছেন। চামুরিয়া গ্রামবাসীর উদ্যোগে এমন সুন্দর আয়োজনে খুশি স্থানীয়রা।

হা-ডু-ডু খেলা দেখতে আসা বৃদ্ধ আবুল মণ্ডল জানান, একটা সময় ছিল প্রতিটি গ্রামে হা-ডু-ডু খেলা হতো; এখন আর হা-ডু-ডু খেলা তেমন দেখা যায় না। দীর্ঘদিন পরে বিভিন্ন স্থান থেকে আসা খেলোয়াড়দের খেলা দেখতে আমাদের ভালো লেগেছে। আমরা চাই এমন হা-ডু-ডু খেলার আয়োজন আগামীতেও হোক।

খেলায় কালিহাতী উপজেলা একাদশ মধুপুর উপজেলা একাদশ দুদলকে বিজয়ী ঘোষণা করে হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের।

প্রধান অতিথি কালিহাতী পৌরসভা মেয়র নুরুন্নবী সরকার। উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা। সভাপতি আনোয়ার হোসেন লেবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কাউন্সিলর এনামুল, আবু সামা, নুরুল হুদা, আ. রহিম, শামছুল আলম তালুকদার, জব্বার আলী প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম