Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শুরু 

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭ পিএম

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শুরু 

ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে শাহ্ সুফি খাজাবাবা ফরিদপুরির (কু.ছে.আ) চার দিনব্যাপী পবিত্র ওরস শুরু হয়েছে। এ উপলক্ষ্যে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী তাঁবু স্থাপন করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওরসে আশেকান ও জাকেরানরা দলে দলে সমবেত হচ্ছেন। শুক্রবার জাকের মঞ্জিলে লাখো মুসল্লির উপস্থিতিতে পবিত্র জুমার নামাজ আদায় করা হয়।

মঞ্জিলের কর্মী গ্রুপের সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন জানান, শনিবার (আজ) সুবহে সাদেকে ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ওরস সফলভাবে আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুরের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, মঙ্গলবার ফজর নামাজের পর শাহসুফি ফরিদপুরী (কু.ছে.আ) ছাহেবের রওজা জিয়ারত। এরপর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের ওরস শরীফ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম