পাথরঘাটায় মালিককে হত্যা করে সাগরে নিক্ষেপ, ঘাতক আটক
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭ পিএম
![পাথরঘাটায় মালিককে হত্যা করে সাগরে নিক্ষেপ, ঘাতক আটক](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/02/16/image-775115-1708102073.jpg)
পটুয়াখালীর চরমোন্তাজ থেকে চিংড়ি মাছ ট্রলারে করে বিক্রি করতে খুলনায় যাওয়ার সমায় ট্রলার মালিক রাশেদ খানকে (৩২) কুপিয়ে হত্যা করে সাগরে নিক্ষেপের অভিযোগ উঠেছে ইব্রাহীমের বিরুদ্ধে। এসময় জামাল হোসেনকে (৩০) কোপ দিলে আহতাবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন। তবে মাছ বিক্রি করতে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে এলে সেখান থেকে অভিযুক্ত ইব্রাহীমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পটুয়াখালীর গলাচিপার পানখালী থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
রাশেদ খান রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমোন্তাজ গ্রামের মো. আলতাফ খানের ছেলে এবং অভিযুক্ত ইব্রাহীম বরগুনা জেলার তালতলী উপজেলার অঙ্কুজান পাড়া এলাকার সুলতান হোসেনের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত জামাল হোসেনের পরিচয় পাওয়া যায়নি।
রাশেদ খানের পিতা আলতাপ খান জানান, ইঞ্জিনচালিত নামবিহীন ট্রলারের টাইগার চিংড়ি নিয়ে পটুয়াখালীর চরমোন্তাজ থেকে ট্রলার মালিক মাঝি জামাল হোসেন ও ইব্রাহীমকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হন। সেখান থেকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানখালী থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে পৌঁছলে মাছের পরিমাণ বেশি থাকায় ইব্রাহীম মাছগুলো আÍসাৎ করার জন্য ট্রলার মালিক রাশেদ খানকে হত্যা করে বঙ্গোপসাগরে ফেলে দেন।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, আটক ইব্রাহীমকে জিজ্ঞাসা করলে প্রাথমিকভাবে জানা যায় তাদের নিজেদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে। মাছ নিলামে বিক্রি করে ট্রলারের মালিক নিহত রাশেদের ভাই তুহিনের কাছে টাকা দেওয়া হবে।