Logo
Logo
×

সারাদেশ

যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে নরসিংদীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫২ পিএম

যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে নরসিংদীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নরসিংদীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশাত্মবোধ জাগ্রত করার লক্ষ্যে নরসিংদী যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে পৌর শহরের শেরেবাংলা ক্লাবে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম মোস্তফা মিয়া।

নরসিংদী যুগান্তর স্বজন সভাপতি মো. আসাদুজ্জামান খোকার সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূরুল আমিন ভূঁইয়া, দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক ইমন চৌধুরী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের নরসিংদী প্রতিনিধি বিশ্বজিৎ সাহা, স্বজন কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অলিদুর রহমান অলিসহ উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী স্বজন সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সিনিয়র কার্টুনিস্ট কাওছার মাহমুদ ও যুগান্তর নরসিংদী স্বজনের সহ-সভাপতি রতন দাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- যুগান্তর স্বজন সদস্য এনএইচকে মিঠু, নাহিদা ইসলাম, জেসমিন কেয়া প্রমুখ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকের এ আয়োজন। শিশুকাল থেকেই নতুন প্রজন্মের মাঝে দেশাত্মবোধ জাগ্রত করার প্রয়োজন রয়েছে। তাহলেই শিশুরা বড় হয়ে তাদের মধ্যে দেশাত্মবোধ লালন করবে।

তারা আরও বলেন, আগামী প্রজন্মের শিশুদের দেশের প্রতি মমত্ববোধসহ সৃষ্টিশীলভাবে গড়ে তুলতে অভিভাবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। নয়ত যুবসমাজকে সঠিক পথে রাখা কঠিন হয়ে যাবে। তাই সবাইকে একযোগে এগিয়ে এসে মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম