ভালোবাসা দিবস জনসাধারণকে ফুলেল শুভেচ্ছা ওসির
যশোর ব্যুরো
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৮ পিএম
ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা। ফুল হাতে চৌগাছা পৌর শহরের ভাস্কর্যের মোড়ে দাঁড়িয়ে থানার ওসি ইকবাল বাহার চৌধুরীসহ একদল পুলিশ সদস্য। পৌর শহরে আসা নানা শ্রেণি-পেশার মানুষকে তারা এ সময় জানান ফুলেল শুভেচ্ছা।
একই সময়ে সেবাপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যারা থানায় প্রবেশ করছিলেন তাদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ভেতরে গেলে তাদের আপ্যায়ন করা হয়েছে চা ও চকলেট দিয়ে।
বুধবার বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষ্যে এটি ছিল চৌগাছা থানার চিত্র। পুলিশের এ উদ্যোগে মুগ্ধ সেবাপ্রার্থী ও নানা পেশার মানুষ।
উপজেলার পেটভরা গ্রামের আশিকুল ইসলাম মিথুন থানায় গিয়ে চমকে যান। তিনি বলেন, ব্যাংকের চেক বই হারানোয় থানায় জিডি করতে যাই। থানায় সেবা নিতে পুলিশ কোনো টাকা নেয়নি বরং ফুল দিয়ে বরণ ও চকলেট দিয়ে আপ্যায়ন করেছে। প্রায় একই রকম আপ্যায়ন পেয়েছেন জগদীশপুর ইউনিয়নের প্রায় পঞ্চাশোর্ধ্ব হোসনে আরা বেগম। পুলিশকে জনবান্ধব করতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ওসি ইকবাল বাহার।