ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দির মৃত্যু
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৩ পিএম
ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই বন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ও সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া জানান, একটি হত্যা মামলায় মো. সামসাদ আলী গুল্লার (৩২) ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ছিলেন। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সামসাদ আলী গুল্লার মিরপুর-১২ নম্বর সেকশন পল্লবী থানা এলাকার বাসিন্দা। পেশায় তিনি সেলুন কর্মচারী ছিলেন।
অন্যদিকে মানবপাচার মামলার আসামি প্রিসন সাংমা (৩০) কারাগারে অসুস্থ হয়ে পড়লে রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।
প্রিসন সাংমা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকোড়া গ্রামের জনসন মারাকের ছেলে। তিনি উত্তরা পশ্চিম থানার মানবপাচার মামলায় বন্দি ছিলেন।