Logo
Logo
×

সারাদেশ

কুকুর বাঁচাতে গিয়ে জীবন দিলেন আলামিন

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম

কুকুর বাঁচাতে গিয়ে জীবন দিলেন আলামিন

চুয়াডাঙ্গায় একটি বেওয়ারিশ কুকুরকে বাঁচাতে গিয়ে জীবন দিতে হলো আলামিন হোসেন (৩০) নামের এক যুবককে। সোমবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের যুব উন্নয়নের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলামিন চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনিপাড়ার আব্দুল হালিমের ছেলে। তিনি সিগারেট কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৯টার দিকে আলামিন মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে জাফরপুরে নিজ অফিসে যাচ্ছিলেন। পথের মধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের যুব উন্নয়নের সামনে পৌঁছলে মোটরসাইকেলের সামনে একটি কুকুর চলে আসে। এ সময় কুকুর বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় তিনি মারাত্মক জখম হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন থাকার এক ঘণ্টার মাথায় ১০টার দিকে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, মারাত্মক জখম অবস্থায় আলামিন নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রেখেছিলাম। এর ঘণ্টাখানেক পরেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি সেকেন্দার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। তার লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম