Logo
Logo
×

সারাদেশ

বান্দরবানে আতঙ্ক কাটেনি সীমান্তবাসীর

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৫ পিএম

বান্দরবানে আতঙ্ক কাটেনি সীমান্তবাসীর

বান্দরবানের ঘুমধুম ইউনিয়ন সীমান্তের ঘুমধুম-তুমব্রু এলাকায় খোঁজে পাওয়া অবিস্ফোরিত দুটি মর্টারশেল বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে বিজিবির বিস্ফোরক টিম। রোববার সন্ধ্যার আগে তুমব্রু সড়কের দুইশ গজ দূরে মর্টারশেলের গোলা দুটি নিষ্ক্রিয় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, শুক্রবার সীমান্তের তুমব্রু এলাকায় মিয়ানমার বাহিনীর ছোড়া মর্টারশেলের অবিস্ফোরিত গোলা দুটি খোঁজে পাওয়া যায়। ঘটনাস্থল পরিদর্শনে এসে বিজিবির বিস্ফোরক টিম বোমাগুলো নিষ্ক্রিয় করেছে। সীমান্তে গোলাগুলির কোনো শব্দ নেই, শান্ত ও স্বাভাবিক পরিস্থিতি বর্তমানে।

ঘুমধুম ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো বলেন, সীমান্ত পরিস্থিতি মোটামুটি শান্ত। নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, তুমব্রু, জলপাইতলী, বাইশফাঁড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে কোনো গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়নি দুদিন ধরে। তবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও আতঙ্ক কাটেনি মানুষের মধ্যে। 

এদিকে সীমান্তের ওপারে গোলাগুলি বিস্ফোরণের ঘটনা থামলেও সতর্কাবস্থায় রয়েছে বিজিবি। নজরদারি বাড়িয়েছে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী। ঘুমধুম, তুমব্রু, জলপাইতলী, বাইশফাঁড়ি, হেডম্যানপাড়া ও চাকমাপাড়া সীমান্তে টহল জোরদার করা হয়েছে।  

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ঘুমধুম ইউনিয়নের সীমান্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। দুদিন ধরে গোলাগুলি-বিস্ফোরণের কোনো শব্দ শুনতে পাওয়া যায়নি সীমান্তের ওপারে। তবে আতঙ্কে সীমান্তবাসীরা এখনো ঠিকঠাক কাজকর্মে যাচ্ছেন না। তুমব্রু বাজারে দোকানপাট খুললেও লোকজনের আনাগোনা কম। সীমান্তের ব্যবসা বাণিজ্য জমে উঠেনি আজও।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম