সাতকানিয়ায় পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এমপি মোতালেব
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৯ পিএম
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান সংসদ সদস্য এমএ মোতালেব সিআইপি। রোববার উপজেলার দেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দিন, এওচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চেয়ারম্যান সমিতির সভাপতি মোহাম্মদ আবু সালেহ, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিমউদ্দিন, বাজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাপস দত্ত, কাঞ্চনা চেয়ারম্যান রমজান আলী, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, মাদার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
উপস্থিত ছিলেন- সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিমউদ্দিন, বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্ত, কাঞ্চনা চেয়ারম্যান রমজান আলী, যুবলীগ নেতা নজরুল সিকদার, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, মার্দাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।