Logo
Logo
×

সারাদেশ

আখেরি মোনাজাতে নারীদের অংশগ্রহণ বেড়েছে

Icon

মো. জাকির হোসেন, লুৎফুজ্জামান লিটন ও মো. আনোয়ার হোসেন, টঙ্গী (গাজীপুর)

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৩ পিএম

আখেরি মোনাজাতে নারীদের অংশগ্রহণ বেড়েছে

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারীদের অংশগ্রহণও আগের তুলনায় বেড়েছে। রোববার সকাল থেকে ময়দানের চারপাশে বিভিন্ন অলি-গলির খালি জায়গায় বসে হাজার হাজার মহিলা আখেরি মোনাজাতে শামিল হন।

টঙ্গীর ইজতেমা ময়দানের চারপাশে মিলগেট, কলেজগেট, স্টেশন রোড,  টঙ্গী বাজার, কামারপাড়া, আব্দুল্লাহপুরসহ ময়দানের চারদিকে রাস্তার পাশে ও ফুটপাতে নারীরা বসে মোনাজাতে শরিক হন। অনেককেই আঁচল পেতে মোনাজাত করতে দেখা যায়। 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে এসেছেন নার্গিস আক্তার (৪০)। তিনি অবস্থান নিয়েছেন টঙ্গী-কামারপাড়া সড়কের নিউ মুন্নু ফাইন কটন মিলস কারখানার সামনে। তিনি জানালেন, লাখ লাখ মুসল্লির সঙ্গে আখেরি মোনাজাতে শরিক হতে ময়দানের পাশে অবস্থান নিয়েছি। আখেরি মোনাজাতে শরিক হওয়া অনেক সওয়াবের কাজ।

ঢাকার কেরানীগঞ্জ থেকে এসেছেন শামসুন্নাহার (৪৫)। তিনি জানালেন, লাখ লাখ মুসল্লির সঙ্গে আখেরি মোনাজাতে শরিক হতে ময়দানের পাশে অবস্থান নিয়েছি।

সিলেট থেকে সিরাতুন্নেসা (৫০) ও ফজিলাতুন্নেছা (৪৫) এসেছেন ইজতেমার আখেরি মোনাজাতে শরিক হতে। তারা জানালেন, মহান আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আখেরি মোনাজাতে শামিল হতে এসেছি।

মোনাজাতে অংশগ্রহণ করা নারী উম্মে সালমা জানান, স্বামী-সন্তান ও বাবা-মায়ের জন্য আঁচল পেতে দোয়া করেছি। আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন। 

কলেজছাত্রী সাবিহা আক্তার বলেন, সবার জন্য দোয়া করেছি। পরিবার-পরিজনসহ দেশের জন্য আল্লাহর কাছে রহমত প্রার্থনা করেছি।

এদিকে টঙ্গীর কলেজগেট এলাকা থেকে এসেছেন কল্পনা আক্তার (৩০) ও রেবেকা আক্তার (৩৪)। তারা যুগান্তরকে জানালেন, লাখ লাখ মানুষের সঙ্গে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করা অনেক সওয়াবের কাজ। তাই ময়দানের উত্তরপাশে কামারপাড়া রোডে অবস্থান নিয়ে মুরুব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান শুনেছি এবং আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম