Logo
Logo
×

সারাদেশ

আখেরি মোনাজাতের অপেক্ষায় লাখো মুসল্লি

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ এএম

আখেরি মোনাজাতের অপেক্ষায় লাখো মুসল্লি

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে কিছুক্ষণের মধ্যেই। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ইতোমধ্যে লাখো মুসল্লির উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ময়দানসহ আশেপাশের এলাকা। এতে নারী মুসল্লির সংখ্যাও চোখে পড়ার মতো।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ইতিপূর্বে ঘোষণা দিয়েছিলেন দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজক কর্তৃপক্ষ। 

এতে জানানো হয়, দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করবেন ইজতেমার জামায়াতের প্রবক্তা মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা'দ।

মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হবে। এ ছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম